আপনার ছুটি কাটানো কিংবা বেড়ানোর জন্য হতে পারে একটি শ্রেষ্ঠ গন্তব্য। সুপরিসর লবি, আধুনিক সব সুযোগ সুবিধা, বিস্তৃত সবুজে ভরা বিশাল আঙিনা, ওয়াটার পার্ক, হেলিকপ্টার রাইড,বোট রাইড, সাইকেল রাইড, গ্র্যান্ড রেষ্টুরেন্ট ছাড়াও কফি শপ জুস বার। গলফ কারে আশে পাশের টিএমএসএস আঙিনা ঘুরে দেখার সুযোগ সম্বলিত এই পাঁচ তারকা হোটেল এ্যন্ড পার্কে আপনাকে স্বাগতম।
