সবকিছুই পরিবর্তন হয়, এটাও তার একটা বাস্তব প্রমাণ। ৩০ বছর আগে কলেজ বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিলাম জামালপুর শহরের অদূরে প্রমত্তা ঝিনাই নদীর উপর এই রেল সেতুতে ( যাকে আমরা বলতাম ঝিনাই ব্রিজ) । সেদিন আমরা কয়েক বন্ধু গিয়েছিলাম মূলত পায়ে হেঁটে ব্রিজ পার হওয়ার জন্য। নিচে পানির শ্রোত, মনোযোগ সরে গেলেই পরে যাওয়ার ভয় ছিল মূলত আনন্দের মূল জায়গা। কেউ কেউ তো ১০/১৫ স্টেপ যাওয়ার পর আর এগুতেই পারেনি।
গত শুক্রবার মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের আমন্ত্রণে ইসলামপুরে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে স্মৃতির টানে ৩০ বছর পর উঠলাম ঝিনাই ব্রিজে। ব্রিজের নীচে পানি নাই, নদী একদম শুকনো, পাশেই আরেকটা সড়ক সেতু, চারদিকে গাছপালার ঝোপঝাড়, জমিতে ফসল ইত্যাদি ইত্যাদি । কিছুটা মন খারাপ’ই হলো। নদীতেও যদি পানি না থাকে তাহলে আরো পরে কি হবে আমাদের। কেমন ছিল সেদিন আর আজ কেমন। এমনও হতে পারে আজ থেকে ৩০ বছর পর এটা থাকবেই না।
একটা দীর্ঘশ্বাস নিয়ে ভাবলাম এটাই তো স্বাভাবিক, সবকিছুরইতো পরিবর্তন হয় এবং হবেও। মূলত পরিবর্তনটাই তো আসলে স্থায়ী। তাহলে কিসের জন্য এত অসুস্থ প্রতিযোগিতা, এত অহংকার, এত ভাব। বরং পরিবর্তনটাকে ইতিবাচক ভাবে গ্রহণ করে এগিয়ে চলা টাই তো ভালো।
পরিবর্তন যেহেতু আসবেই তাই আসুন সবাই পরিবর্তনের জন্য তৈরি থাকি এবং সেটা মেনে নিয়ে এগিয়ে যাই।

