
২০১১ সালে জীবনে প্রথম মেট্রোরেলে চড়েছিলাম স্পেনে। ওদের মেট্রোরেলের অধিকাংশই মাটির নীচ দিয়ে করা হয়েছে, আমরা যাকে পাতাল রেল বলে থাকি। তারপর ইউরোপ আমেরিকাতেও মেট্রোরেলে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছি। ও সময় অবচেতন মনে একাকীই চলে আসতো আমাদের দেশে কি কোনদিন মেট্রোরেল হবে না! আমরা কি ঢাকার যানযট এড়িয়ে সহজেই উত্তরা থেকে মতিঝিল যেতে পারবো না!
আজ সত্যিই সেটা হয়েছে আমাদের ঢাকায়। শোকরিয়াহ মহান রাব্বুল আলামীনের প্রতি। ধন্যবাদ এর সাথে সংশ্লিষ্ট সকল কতৃপক্ষকে।